1. khaircox10@gmail.com : admin :
২৫ আগস্ট, খাবারের জন্যও বের হবে না রোহিঙ্গারা - coxsbazartimes24.com
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদে পাহাড়তলীর আবদুর রহমানের প্রতিবাদ কক্সবাজার হজ কাফেলার উদ্যোগে হজ ও ওমরাহ কর্মশালা বঙ্গবন্ধুর জন্মদিনে কক্সবাজারে ছাত্রলীগের ইফতার বিতরণ রোহিঙ্গা রেসপন্সে বিশ্বব্যাংকের ঋণকে প্রত্যাখ্যান করেছে অধিকার-ভিত্তিক সুশীল সমাজ হযরত হাফসা (রাঃ) মহিলা হিফজ ও হযরত ওমর (রাঃ) হিফজ মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান নারী দিবসের অঙ্গীকার, গড়বো সমাজ সমতার – স্লোগানে মুখরিত কক্সবাজার প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পেশকার পাড়ার ফরিদুল আলমের প্রতিবাদ কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন ফুলছড়িতে বনভূমি দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

২৫ আগস্ট, খাবারের জন্যও বের হবে না রোহিঙ্গারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২১১ বার ভিউ

কক্সবাজার টাইমস২৪:
আজ রোহিঙ্গা আগমনের ৩ বছর। ২০১৭ সালের ২৫ আগস্ট ভোরে মিয়ানমারের রাখাইন (আরাকান) অঞ্চলের মংডু, বুচিথং ও রাসেথং জেলার রোহিঙ্গাদর ওপর গণহারে অত্যাচার নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও সেনা সমর্থিত নাটালা বাহিনীর লোকজন। এর ফলে সাত লক্ষাধিক রোহিঙ্গা নিজেদের দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আর আগেই দেশটি থেকে আরও চার লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করছিল। এসব রোহিঙ্গাকে এক ক্যাম্পের আওতায় আনায় তারা বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে অবস্থান করছে। এছাড়াও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নোম্যান্স ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান করছেন দশ হাজারের মতো রোহিঙ্গা।
২০১৮ সালে এ দিবসটি স্মরণে রোহিঙ্গারা শুধু দোয়া প্রার্থনা করলেও ২০১৯ সালে মসজিদে মসজিদে দোয়ার পাশাপাশি বিনা অনুমতিতে ব্যানার ফেস্টুন, টি শার্ট ইত্যাদি পড়ে বড় আকারে সমাবেশ আয়োজন করে এআরএসপিএসসহ বিভিন্ন রোহিঙ্গা সংগঠন।
এ ঘটনাটি রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজে বিঘ্ন ঘটায় এবং লাখ লাখ রোহিঙ্গার সমাবেশকে দেশের নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখে সরকার। এ কারণে সরকার তাৎক্ষণিকভাবে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি)সহ কয়েকজন সরকারি কর্মকর্তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেয় এবং রোহিঙ্গা শিবিরগুলোতে আরও কঠোর নজরদারির নির্দেশ দেয়।
দিনটিকে সাধারণ রোহিঙ্গারা কিভাবে স্মরণ করছে, কেমন প্রস্তুতি রয়েছে জানতে চাওয়া হয় রোহিঙ্গাদের কাছ থেকে।
মো. জুবায়ের নামের এক রোহিঙ্গা বলেন, আজ ২৫ আগস্ট, কোন কাজে যাব না। করে ঢুকে থাকব। এটা বোঝাবো যে, আজ আমাদের কষ্টের দিন। এদিন আমাদেরকে নির্যাতন করে বার্মা সরকার। মেরে, কেটে, নির্যাতন করে আমাদের সবাইকে তাড়িয়ে দেয়।
দুনিয়াবাসীকে আমরা এটা বোঝাতে চাই। সাংবাদিকদেরও একই কথা বলব।
এদিন আমাদের খাবার দিলেও খাবারের জন্য যাব না। ঘরে বসে থাকবো।
গতবারের মতো কোনো মিটিং করবেন কি-না? জানতে চাইলে মো. জুবায়ের বলেন, সেরকম কোন মিটিং করব না। সবাই ঘরে ঢুকে থাকবে। কোন সভা সমাবেশ করব না।
বর্তমানে ক্যাম্পের কি অবস্থা জানতে চাইলে বলেন, ক্যাম্পের পাহাড়গুলো ভেঙে যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে বের হতে পারি না। মাস্ক নিয়ে চলাফেরা করতে হয়। দূরে কোথাও যেতে পারি না।
মায়ানমার ফেরত যাওয়ার আলোচনা আপাততঃ বন্ধ। তাই হতাশ কিনা? এমন প্রশ্নের জবাবে রোহিঙ্গা জুবায়ের বলেন, আমাদের অধিকার নিয়ে আমরা নিজেদের দেশে ফিরে যেতে চাই। আমাদের দেশে আমরা কখন, কিভাবে ফিরে ফেরত যেতে পারবো এই চিন্তায় আছি। এখানে থাকতে আর মন চাচ্ছে না। ছেলেমেয়েদের পড়ালেখা করাতে পারতেছি না। নষ্ট হয়ে যাচ্ছে। জাতিসংঘ আমাদের বিচারটা করে দিলে আমরা দ্রুত নিজেদের দেশে ফিরে যেতে পারবো। এখন তিন বছর হয়ে গেছে।
বার্মার সরকার আমাদের মানুষজনকে মেরে ফেলছে। তাদের জন্য আমরা এদিন কোরআন তেলাওয়াত করব। দোয়া করব।
তিনি বলেন, বাংলাদেশ সরকার আমাদেরকে খুব বেশি সাহায্য সহযোগিতা করেছে। এই দেশে আমাদের জায়গা করে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য আমরা দোয়া করব।
আমাদের অনেকে কাপন, দাফন কিংবা কবরের জায়গা পায়নি। কুকুরে খেয়েছে লাশ। তাদের জন্য আমরা মানসিক অশান্তিতে আছি। ২৫ আগস্টের দিন এগুলো স্মরণ করব। দোয়া করব।
অনেকে মালয়েশিয়া যেতে পারতেছে না; আবার করোনা ভাইরাসের কারণে এখানেও থাকতে পারতেছে না, এমতাবস্থায় আপনাদের মনের অবস্থা খুব খারাপ। তাই তো?
জবাবে তিন বছর আগে আসা রোহিঙ্গা জুবায়ের বলেন, আমাদের মনের অবস্থা খুবই খারাপ। ছোট্ট একটা ঘরে পরিবারের অনেকগুলো সদস্য নিয়ে খুব কষ্টে আছি। মরে যেতে পারতেছি না! বিষ খেতে পারতেছি না আমরা। আমাদের বিচারটা করে দিচ্ছে না। আমাদের উপর বড়ই জুলুম হচ্ছে।
তবে, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টের মাঝামাঝি রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে রাখাইনে বর্বরোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী একের পর এক অপরাধ ঘটাতে থাকে মিয়ানমার সেনাবাহিনী এবং তাদের সমর্থনে বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়। ইতিহাসের অন্যতম নৃশংস এই জাতিগত সহিংসতায় প্রাণ হারাতে থাকে হাজার হাজার রোহিঙ্গা। হত্যা, ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, শিশু হত্যা, সম্পদ কেড়ে নেওয়াসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধের মুখোমুখি হয়ে প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে সোয়া সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আসে আশ্রয়ের সন্ধানে। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও এর আগে থেকেই কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী। এরপর থেকেই বিশ্ব সম্প্রদায়কে পাশে নিয়ে এসব রোহিঙ্গাকে নিরাপদে তাদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। রাখাইনে সংঘটিত এই নৃশংসতাকে ‘গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। আন্তর্জাতিক বিচার আদালতে চলছে এ মামলার বিচার।
গত দু’বছর ধরে রোহিঙ্গারা ২৫ আগস্টকে ‘রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে’ বা ‘গণহত্যা স্মরণ দিবস’ হিসেবে পালন করে থাকে।
ইতোমধ্যে এ ঘটনায় আইসিজে ও আইসিসিসহ আন্তর্জাতিক আদালতে মামলা চলমান রয়েছে।

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech