1. khaircox10@gmail.com : admin :
যৌন হয়রানী প্রতিরোধে গণপরিবহণ কর্মীদের নিয়ে সভা - coxsbazartimes24.com
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদে পাহাড়তলীর আবদুর রহমানের প্রতিবাদ কক্সবাজার হজ কাফেলার উদ্যোগে হজ ও ওমরাহ কর্মশালা বঙ্গবন্ধুর জন্মদিনে কক্সবাজারে ছাত্রলীগের ইফতার বিতরণ রোহিঙ্গা রেসপন্সে বিশ্বব্যাংকের ঋণকে প্রত্যাখ্যান করেছে অধিকার-ভিত্তিক সুশীল সমাজ হযরত হাফসা (রাঃ) মহিলা হিফজ ও হযরত ওমর (রাঃ) হিফজ মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান নারী দিবসের অঙ্গীকার, গড়বো সমাজ সমতার – স্লোগানে মুখরিত কক্সবাজার প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পেশকার পাড়ার ফরিদুল আলমের প্রতিবাদ কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন ফুলছড়িতে বনভূমি দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

যৌন হয়রানী প্রতিরোধে গণপরিবহণ কর্মীদের নিয়ে সভা

  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৭ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি:
জেন্ডার বৈষম্য দূরী করনে গণপরিবহণে জেন্ডার সংবেদনশীল আচরণ উপস্থাপনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করলেন কক্সবাজারের বিভিন্ন গণপরিবহন চালক। ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন গণপরিবহণ চালকদের নিয়ে আস্থা প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলায় গণপরিবহণ চালক সমিতির কার্যালয়ে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ।

তিনি বলেন, ”এ সমাজ আপনাদের, এ সমাজ সুন্দর করবেন আপনারা। আপনারা যেখানে আটকে যাবেন সেখানে আমরা আপনাদের সেবা প্রদান করব। নারী নির্যাতন বন্ধ করে তাদের এবং প্রত্যেকের জন্য একটা নিরাপদ জনপদ তৈরি করে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে আপনাদেরই অগ্রগামী হতে হবে। আর থানায় নির্যাতিতা নারীর জন্য সেবা প্রদান করতে একটা নারী সেবা কেন্দ্র আছে। আপনারা সবাই-কে এ তথ্য জানিয়ে দিবেন।”

ইপসা (ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যকশন) এর আস্থা প্রকল্প নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় কক্সবাজার জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে।

‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণপরিবহণ চালকদের নিয়ে মতবিনিময় সভার প্রতিবেদন’ শীর্ষক এই আলোচনা সভার উদ্দেশ্য ছিলো গণপরিবহন চালকরা যে বিভিন্ন স্থান থেকে যাত্রী উঠানামা করে সে ক্ষেত্রে যেন নারী ও কিশোরীদের সাথে ভালভাবে আচরণ করে এবং সঠিক স্থানে বা নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। নারীকে হেয় ও তুচ্ছ করে উপস্থাপন না করেন, সহিংসতার শিকার সারভাইভার যখন গাড়িতে ওঠে তখন তাদের মাধ্যে অনেক আলোচনা হয়।সেই আলোচনা যাতে, সর্বোচ্চ গোপনীয়তা, সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখেন সে বিষয়ে সচেতন করে তোলা এবং একই সাথে আস্থা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এর ভালো উদ্যোগগুলোকে গণপরিবহন চালকদের উপস্থাপন এর বিষয়ে সম্পৃক্ত করা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পরিবহন চালক সমিতির উপদেষ্টা জনাব মোঃ বেলাল উদ্দিন,ও সাধারণ সম্পাদক জনাব মাসুদ আমিন শাকিল। এছাড়া সংশ্লিষ্ট লোকজন সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবহণ সমিতির প্রধান উপদেষ্টা ও উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ।

সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এসময় আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক জসিম উদ্দিন ’আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০’- এর থীম সর্ম্পকে এবং এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচী সর্ম্পকে আলোচনা করেন। পরে তিনি গণপরিবহণের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে জেন্ডার সর্ম্পকিত উপস্থাপনা, জেন্ডার সংবেদনশীলতা ও নীতি নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পরিবহনে যে সকল অনাকাঙ্খিত ঘটনা ঘটে সেগুলি সম্পর্কে সবার মতামত নেন ও যানবাহণ চালকদের করনীয় সম্পর্কে আলোচনা করেন।

সভার পরিচালনার দায়িত্বে ছিলেন উখিয়া আস্থা প্রকল্পের এসএমও মোঃ মনিরুল আলম।

বিশেষ অতিথি উখিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আমিন শাকিল আগত চালকদের উদ্দেশ্যে বলেন “নারীর জন্য নিরাপদ সড়ক প্রদান করতে সবচেয়ে বড় ভুমিকা আপনারাই রাখতে পারবেন। তারা আমাদেরই মা, বোন, ভাতিজি। সুতরাং যদি আমরা দেখি কোথাও কোন নারীর নিরাপত্তার সংকট হচ্ছে অথবা যৌন হয়রানির শিকার হচ্ছে সবার আগে আপনাদেরই প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে আইনি সহায়তা নিতে বা হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনারা সেই নারীকে সহায়তা করবেন। এটা আপনাদের দায়িত্ব। ”

একজন সিএনজি চালক মোঃ আসলাম উদ্দিন বলেন ’আমার গাড়িতে যদি এমন কোন সমস্যা হয় আমি সাথে সাথে প্রতিবাদ করব। আর আজ যেহেতু জানলাম সাহায্য চাইলে পাওয়া যাবে সেহেতু, সিএনজি সমিতির বা আস্থার বা সরাসরি পুলিশে সহযোগিতা নিয়ে আমি সেই মেয়ের নিরাপত্তা নিশ্চিৎ করব।”

এর পর সভাপতির নেতৃত্বে একটি সম্মলিত শপথ বাক্য পাঠ করা হয়। তাতে উপস্থিত সকল সিএনজি চালক স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বিষয়ক যে কোন খবর যদি পাওয়া যায় তারা যাতে দ্রুত ১০৯ বা ৯৯৯ কল দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে কর্মশালাটির সমাপ্ত হয়।

 

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech